হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না, যে পর্যন্ত আলাপ-পরিচয় না কর এবং গৃহবাসীদেরকে সালাম না কর। এটাই তোমাদের জন্যে উত্তম, যাতে তোমরা স্মরণ রাখ। (সূরা আন-নূর- আয়াত; ২৮)
উক্ত আয়াতের ব্যাপকতা থেকে জানা গেল যে, অন্য কারও গৃহে প্রবেশের পূর্বে অনুমতি নেয়ার বিধানে নারী, পুরুষ, মাহরাম ও গায়র-মাহরাম সবাই শামিল রয়েছে এবং সবার জন্যেই অনুমতি চাওয়া ওয়াজিব!
গৃহে প্রবেশের সুন্নত তরীকা,
প্রথমে বাইরে থেকে সালাম করবে, ( السلام عليكم ورحمة الله)এরপর নিজের নাম নিয়ে প্রবেশের অনুমতি নিবে।
ইমাম বুখারী রহ.আদাবুল মুফরাদ গ্রন্থে হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণনা করেন যে,
যে ব্যক্তি প্রথমে অনুমতি চায়, তাকে অনুমতি দিও না। কারণ, সে সুন্নত তরীকা ত্যাগ করেছে। অর্থাৎ, সে আগে সালাম না দিয়ে অনুমতি চেয়েছে।
( মাআরেফুল-ক্বোরআন)
No comments:
Post a Comment