Monday, May 8, 2017

যে সকল নারীর সাথে দেখা সাক্ষাত করা বৈধ তাদের তালিকা নিুে দেয়া হল-



১. আপন মা এবং বিমাতা বা সৎমা
 (পিতার স্ত্রী)

২. নানী, নানীর মা এভাবে উর্ধ্বতন আত্মীয়গণ।
৩. দাদী, দাদীর মা এভাবে তদুর্ধ্ব মাগণ।
৪. কন্যা, দৌহিত্রী, প্রদৌহিত্রী তদ্রƒপ পোত্রী, প্রপোত্রী এভাবে তদনিু সকল স্তরের কন্যা।
 ৫. ভগ্নি (সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয়)
৬. ফুফু (আপন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয়)
৭. খালা  (আপন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয়)
 ৮. ভ্রাতুষ্পুত্রী (আপন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয়) অনুরূপ তাদের কন্যা ও তদনিু কন্যাগণ।
৯. বোনের কন্যা (ভাগ্নি) আপন, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় অনুরূপ তাদের কন্যা ও তদনিু কন্যাবর্গ।
১০. দুধ মা,
১১.দুধ বোন।
১২. স্ত্রীর মাতৃবর্গ তথা স্ত্রীর মা (শাশুড়ি), নানী, তদুর্ধ্ব মাতাসমূহ। অনুরূপ স্ত্রীর দাদী ও তদুর্ধ্ব মাতাসমূহ।
১৩. স্ত্রীর কন্যা (পূর্বের স্বামী থেকে), কন্যার কন্যা ও তদনিু সকল কন্যা।
১৪. পুত্রের স্ত্রী, পৌত্রের স্ত্রী এবং তদনিু স্তরের সকল পৌত্রের স্ত্রীগণ। অনুরূপ দৌহিত্রের স্ত্রী এবং তদনিু স্তরের দৌহিত্রের স্ত্রীবর্গ। উপরোক্ত মহিলা আত্মীয়াগণ ছাড়া অন্যান্য মহিলা আত্মীয়া-অনাত্মীয়ার সাথে পর্দা করা জরুরি। যেমন চাচী, মামী, চাচাত, মামাত ও ফুফাত বোন, ভাতিজার বৌ, ভাগিনার বৌ, ভাবী, শ ইত্যাদি।
সূরা নিসা (৪) : ২৩;
আহকামুল কুরআন,জাসসাস ২/১৩২,১২৯; মাআরিফুল কুরআন ২/৩৫৮;

আননুতফা ফিল ফাতাওয়া ১৬৩;

ফাতাওয়া হিন্দিয়া ১/২৭৩;

রদ্দুল মুহতার ৩/২৮




حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمْ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنْ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمْ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمْ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمْ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ



No comments:

Post a Comment

শবে বরাত- কিছু ভ্রান্তি নিরসন..

........................................ (শবে বরাত কোথায় আর আমরা কোথায়!) ....................................................... ইস...

Clock